ইউজার-এজেন্ট কী?
ইউজার-এজেন্ট (User-agent) বা ইউ-এ (UA) হলো বিশেষ একধরণের বাক্য (স্ট্রিং), যেটি কোন সার্ভারের কাছে ব্যবহারকারী কোন ব্রাউজার ও কোন ডিভাইস বা যন্ত্র ব্যবহার করছে সেটির তথ্য বহন করে থাকে।
আমরা জানি বিভিন্ন ডিভাইস বিভিন্ন আকৃতির হয়ে থাকে, আবার সব ধরনের ডিভাইসে সবকিছু সাপোর্ট বা সমর্থন করেনা। তাই কোন ওয়েবসাইট সকল ডিভাইসে যাতে সঠিকমতো প্রদর্শিত হতে পারে সেজন্যই ইউজার-এজেন্ট ব্যবহার করা হয়, যাতে করে সার্ভার বুঝতে পারে তোমার ডিভাইস ও ব্রাউজার কী এবং সে অনুযায়ী ওয়েবসাইট প্রদর্শন করতে পারে। যেমন: আমাদের এই ব্লগ সাইটি তুমি পিসি থেকে প্রবেশ করলে একরকম দেখাবে আবার ফোন থেকে প্রবেশ করলে অন্যরকম দেখাবে। এটিও হয়েছে তোমার ব্রাউজারের ইউজার-এজেন্টের কারণেই। তো আমরা এই ব্লগে দেখবো কিভাবে এন্ড্রয়েডের ইউজার-এজেন্টকে পরিবর্তন করা যায়।
এন্ড্রয়েডের ইউজার-এজেন্ট পরিবর্তন
ধাপ-১: দুঃখের বিষয় হলো সকল ব্রাউজার দিয়ে ইউজার এজেন্ট পরিবর্তন করা যায় না, তাই আমরা এন্ড্রয়েডের জন্যবিশেষ একটি ব্রাউজার ডাউনলোড করবো। এইব্রাউজারটির নাম হলো "ডলফিন" (Dolphin) ব্রাউজার।
তাই প্রথমেই এই ব্রাউজারটি প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নাও।
ধাপ-৩: ডলফিন আইকনে ক্লিক করার পর সেটিংস বাটনে ক্লিক করো।
ধাপ-৪: সেটিংসে যাবার পর দুটি অপশন দেখবে - জেনারেল ও এডভান্সড। এডভান্সড সেটিংসে যেতে "Advance" ট্যাবে ক্লিক করো।
ধাপ-৫: Advance সেটিংসে গেলে "Customize" নামক কিছু সেটিংস দেখতে পাবে। আর এটির প্রথম সেটিংসই হলো "User Agent". সেটিতে ক্লিক করো।
ধাপ-৬: ইউজার এজেন্ট বাটনে ক্লিক করলে তুমি কিছু ইউজার এজেন্ট দেখতে পাবে, যেগুলোর মাঝে আছে - এন্ড্রয়েড, ডেস্কটপ, আইফোন, আইপ্যাড। তুমি যেটি ব্যবহার করতে চাও সেই ইউজার এজেন্ট সিলেক্ট করে দাও। ব্যাস!
আরেকটি অপশন আছে সেটি হলো 'কাস্টম' অর্থাৎ তুমি যদি তোমার নিজের মন মতো কোন ইউজার এজেন্ট ব্যবহার করতে চাও এটিতে ক্লিক করে যুক্ত করতে পারো।
ইউজার-এজেন্ট চেক
এখন আমরা যেহেতু ইউজার এজেন্ট পরিবর্তন করেছি এটিকে পরীক্ষা করা প্রয়োজন। তাই পরীক্ষা করতে নিচের বাটনে ক্লিক করো -
0 মন্তব্যসমূহ