![]() |
গুগলের নতুন এপ দিয়ে হাতের লেখাও সার্চ করা যাবে |
তবে আমাদের দৈনন্দিন কাজে অনেক সময়ই এমন অনেক প্রশ্ন আসে যেগুলো গুগল ব্যবহার করে বের করা বের করা খুব কষ্টসাধ্য ব্যাপার। বিশেষ করে আমরা যারা বিজ্ঞানের ছাত্র তারা গণিতে অনেক সূত্র বা রসায়নে অনেক বিক্রিয়া দেখতে পাই যেগুলে সম্পর্কে আমরা জানতে চাইলেও সেগুলোকে গুগলে টাইপ করে লেখা অনেকেই জানেনা। আর জানলেও এটি অনেক কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ ব্যাপার।
তাই গুগলের পক্ষ থেকে নতুন একটি এপ প্লে-স্টোরে মুক্তি দেয়া হয়েছে এই ফেব্রুয়ারিতে। এপটির নাম হলো "সক্রেটিক বাই গুগল" (Socratic By Google). যদিও এই এপটি
আসলে নতুন নয়। 'সক্রেটিক' নামক সফটওয়্যারটি ২০১৩সাল থেকেই রয়েছে, যেটির পূর্বে ওয়েবাসাইট ছিল -- http://socratic.org পরবর্তীতে সেটির
একটি এপ বের হয়। তবে বর্তমানে সেই এপটি গুগলের মালিকানায় রয়েছে।
গুগল শিক্ষার্থীদের জন্য নানা ধরনের কার্যক্রম করে থাকে, যা আসলেই প্রশংসনীয়। আর এই এপটিও শিক্ষার্থীদেরকে টার্গেট করেই তৈরি করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে নতুন কোন কিছু শিখতে ও জানতে পারে সেজন্যই এই এপটি মুক্ত আকারে গুগল বের করেছে।
**এপটি প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নাও-- https://play.google.com/store/apps/details?id=com.google.socratic
ধাপ - ১ঃ এপটিতে প্রবেশ করলেই প্রথমে সাইন ইন করতে বলবে। দুঃখের বিষয় হলো সাইন ইন করা ছাড়া এপটি ব্যবহার করা যায়না, আর শুধুমাত্র গুগল একাউন্ট দিয়েই সাইন ইন করা যায়। তাই এপটি ব্যবহারের জন্য একটি গুগল একাউন্ট আবশ্যক।
![]() |
ধাপ-১.১ঃ এপে সাইন ইন |
![]() |
ধাপ-১.২ঃ এপে সাইন ইন |
ধাপ-২ঃ সাইন ইন করার পর এপটি ক্যামেরার
পার্মিশন চাইবে। যেহেতু আমরা কগজের লেখা সার্চ দিবো তাই ক্যামেরার পার্মিশন দিতে হবে। এজন্য "লেটস্ গো" (Let's Go) বাটনটিতে ক্লিক করে পার্মিশন দিয়ে দেই।
![]() |
ধাপ-২.১ঃ ক্যামেরা পার্মিশন |
![]() |
ধাপ-৩ঃ প্রশ্নের ছবি |
![]() |
ধাপ-৪ঃ ছবি ক্রপ করে সিলেক্ট |
![]() |
ধাপ-৫ঃ ফলাফল প্রদর্শন |
বিশেষ সুবিধাঃ এই এপটিতে ব্যবহার
হয়েছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেটি আমার মতো খারাপ ও পচা হাতের লেখাকেও ভালো করে চিনতে সক্ষম।
ছবির মাধ্যমে সার্চ করার পাশাপাশি এই একটি এপেই রয়েছে ভয়েস ও নিজে লিখে সার্চ করার সুবিধা।
আশা করি এই এপটি তোমার কাজে লাগবে।
0 মন্তব্যসমূহ